জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তার সহকর্মী নোরা ফাতেহি। শুধু জ্যাকলিন নন, বেশ কিছু মিডিয়ার নামেও তিনি দিল্লি কোর্টে মানহানির মামলা করেছেন। খবর হিন্দুস্থান টাইমস।
ছরের শুরু থেকে সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা ঘুসের মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই প্রতারণার মামলায় রয়েছে নোরার নামও। আর সেটার সূত্র ধরেই তিনি নোরার এই মামলা দিল্লি কোর্টে। এই মানহানি মামলায় নোরার পক্ষ থেকে জ্যাকলিনকে মূল অভিযুক্ত (অভিযুক্ত নম্বর ১) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই মামলায় তিনি জানিয়েছেন, ‘এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে উল্লিখিত প্রতিদ্বন্দ্বীরা অভিযোগকারীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে ন্যায্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তার সুনাম নষ্ট করার চেষ্টা শুরু করেছে। এতে তার কাজের ক্ষতি হচ্ছে।’ একইসঙ্গে এই মামলাতে বলা হয়েছে, ‘অভিযোগকারী এই মানহানিকর মন্তব্যের জন্য ক্ষুব্ধ। অভিযোগকারীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।