পুত্রসন্তানের মা হয়েছেন বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন এই নায়িকা।
খবরটি নিশ্চিত করেন পরীমণির স্বামী ও চিত্রনায়ক শরীফুল রাজ। এদিকে, বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে প্রথমবারের মতো নিজের পুত্র সন্তানকে প্রকাশ্যে এনেছেন পরী। নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে সেখানে সন্তানের নামও প্রকাশ করেন পরীমণি।
ফেসবুকে দেয়া সেই পোস্টে পরী লেখেন, ”শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।” এদিকে, ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সাথে পরিচয় হয় পরীমণির। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই জুটি। পরে এ বছরের ১০ জানুয়ারি সন্তান ধারণের সংবাদ জানান তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।