ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয় থেকে দূরে রয়েছেন। কলকাতার সিনেমার মধ্য দিয়ে খুব শিগগিরই কাজে ফিরবেন বলে জানান এই নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’কে দেওয়া এক সাক্ষাৎকারে পরী এ কথা জানান।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটা ক্রমশ প্রকাশ্যে আসবে।
এর আগেও বেশ কয়েকবার ভারতীয় সিনেমায় পরীর অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। পরীমণি বর্তমানে সন্তান রাজ্যকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে রাজ্যের। জন্মদিন ঘিরে পরিকল্পনা করেছেন এই নায়িকা। জন্মদিনের অনুষ্ঠান করে কলকাতা যাবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।