দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য নতুন প্রজন্মের নায়িকারা মুখিয়ে থাকেন। ঢালিউডের শীর্ষ এই নায়কের সঙ্গে জুটি বাঁধলেই রাতারাতি তারকা বনে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। দুজনকে আবারও একসঙ্গে শাকিব খান প্রযোজিত নতুন সিনেমা ‘মায়া’য় দেখা যাবে বলে রাইজিংবিডিকে জানান পূজা চেরি।

পূজা বলেন, ‘আমরা নতুন সিনেমায় পুনরায় জুটি বাঁধছি- এটা কনর্ফাম। শাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সিনেমার গল্প অসাধারণ। বলার জন্য বলছি না- খুবই চমৎকার গল্প! এমন গল্পে এখন পর্যন্ত কাজ করিনি।

অন্য নায়কদের সঙ্গে কাজের পরিকল্পনা জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘আমি যেহেতু ইন্ডাস্ট্রির নায়িকা; একজন নায়কের সঙ্গে পরপর কাজ করে যাব- আমি কখনও এমন ভাবি না। আমি সবার সঙ্গেই কাজ করবো।

 

                                  পূজা চেরি

 

শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকার লম্বা জুটি হয়েছে। সেই পথেই কি শাকিব-পূজা হাটছেন? উত্তরে পূজা বলেন, ‘এই জায়গা থেকে আমি বলতে পারি, ‘গলুই’ সিনেমায় কাজ করার পর শাকিব ভাই ‘রাজকুমার’ নামে আরেকটি সিনেমা করেছেন।

সেটায় কিন্তু আমি নেই। আমি মনে করি যে সিনেমায় চরিত্রের সঙ্গে আমাকে যাবে সেটাই করবো।

মাঝখানে এই নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। স্মরণ করিয়ে দিতেই মুচকি হেসে বলেন, ‘আমেরিকায় একটা প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে কোনো কারণেই হয়নি। এটুকুই- এর বাইরে কিছু না।

শাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পূজা সেই দেশে যেতে চেয়েও যাননি। পরপর দুটি সিনেমায় তাদের দেখা যাবে। সব মিলিয়ে প্রেমের গুঞ্জন হাওয়ায় ভাসছে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে যেই কাজ করেন তাকে নিয়েই গুঞ্জন রটে।

আমি পজিটিভ মানুষ। যারা এমন ভাবছেন তারা ভুল ভাবছেন। কাজের বাইরে আমি কিছু ভাবছি না। আমি মনে করি, আমার জায়গা থেকে আমি সফল। সিনেমায় যে চরিত্রটা আমরা করেছি সেটা দেখে হয়তো মনে হয়েছে আমরা প্রেম করছি। আসলে বাস্তবে তেমন কিছু না।

শাকিব-পূজা জুটির ‘গলুই’ গত ঈদুল ফিতরে মুক্তি পায়। শাকিব খানের সঙ্গে পূজাকে এবার ‘মায়া’য় দেখা যাবে। ২০২১-২২ অর্থ বছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। ফেরারি ফরহাদের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।