বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং বিয়ে করতে যাচ্ছেন। পুরনো বান্ধবী আকাঙ্ক্ষা পুরির গলাতেই মালা পরালেন তিনি। আনুষ্ঠানিক ভাবে বিয়ে না করলেও মাল্যদান থেকে বিয়ের আগের কার্যক্রম আকাঙ্ক্ষার সঙ্গেই সেরেছেন এই পাঞ্জাবি গায়ক।
মিকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলমান শো’য়ের পর কিছুদিন আকাঙ্ক্ষার সঙ্গে সময় কাটাতে চান মিকা। তার পরিবারেরও সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। চেয়েছেন তাদের আশীর্বাদও। এর আগে অভিনেতা পরশ ছাবড়ার প্রেমিকা ছিলেন আকাঙ্ক্ষা। বিগবস ১৩-তে পরশ অংশ নেওয়ার পরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারণ মাহিরা শর্মার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন পরশ।
আকাঙ্ক্ষা নিজেও অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা দশ লক্ষেরও ওপর। অতীতে প্রায় ১০০টিরও বেশি বিবাহ প্রস্তাব নাচক করে দিয়েছেন জানিয়ে মিকা বলেন, ‘ওই হাতে থালা নিয়ে মেয়েরা আসে, আর তাদের মুখের ওপর বলতে হয় পছন্দ নয়, এটা আমার একেবারেই ভালো লাগত না। তাই কোনও মেয়েকে না বলার থেকে আমি নিজেই নিজেকে না বলে দিয়েছিলাম।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।