সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট সরিয়ে ফেলেছে বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। আর নতুন একটি পোস্টে ভিডিও বার্তা দিয়ে তাতে লেখেন ‘আলবিদা’ বা ‘বিদায়’।

তবে সামির ওই পোস্ট নিয়েই শুভাকাঙ্ক্ষীদের মনে নানা প্রশ্ন শুরু হয়ে যায়। অনেকের ধারণা ছিল, আদনান হয়তো আর কখনো গান গাইবেন না। আবার কেউ কেউ মনে করেছিলেন, এটা হয়তো তার পরবর্তী কোনো গানের টিজার। অবশেষে অনুরাগীদের সব চিন্তার অবসান ঘটালেন আদনান সামি নিজেই। প্রকাশিত হচ্ছে তার নতুন গানের অ্যালবাম ‘আলবিদা’। সেই অ্যালবামের প্রথম ঝলক ভাগ করে নিলেন এই গায়ক।

তিনি লেখেন, ‘বিদায় জানাচ্ছি না। ‘আলবিদা’ শব্দের এক অন্য আবেগ বোঝানোর চেষ্টা করছি।’ জানা যায়, ২৮ জুলাই মুক্তি পাবে আদনান সামির এই নতুন অ্যালবাম। নতুন গান দিয়ে কতখানি মন ভরায় তার অনুরাগীদের, সেটাই এখন দেখার অপেক্ষা।