প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘গহীনে শব্দ’ সিনেমায় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার একসঙ্গে প্রথম অভিনয় করেছিলেন। ২০১০ সালের ৩ জানুয়ারি সেন্সর সনদপ্রাপ্ত এই সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।
দুই বছর পর তাদের দুজনকে নিয়ে নির্মাতা স্বপন আহমেদ নির্মাণ করেন ‘লালটিপ’ সিনেমাটি। এ সিনেমাটি সেন্সর সনদ পায় ২০১২ সালের ১২ ফেরুয়ারি। এ দুটি সিনেমার পর ইমন ও কুসুমের আর কোনো সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি। তবে দীর্ঘদিন পর তারা দুজন এবার আসছেন নতুনভাবে।
আরো পড়ুন: পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন আজ
আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। এই অনুষ্ঠানের উপস্থাপনা করছেন ইমন ও কুসুম শিকদার। ইমন ও কুসুম দুজন একে অন্যের ভালো বন্ধু। তাই বিটিভির ‘তারার মেলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেও দুজন বেশ উচ্ছসিত। কারণ এর আগে তারা কখনো একসঙ্গে এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেননি।
ইমন ও কুসুমের উপস্থাপনায় নানান পর্বে নানান আয়োজনে তারার মেলা অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী, খল-অভিনেতা ডিপজল, চিত্রনায়িকা বুবলী, সংগীতশিল্পী ইমরান, কণা, অভিনেত্রী তানজিন তিশাসহ আরও অনেকে। ‘তারার মেলা’ অনুষ্ঠানটি আগামী ঈদেই বিটিভিতে প্রচার হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।