বিয়ের পর মার্কিন মুলুকের বাসিন্দা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়, প্রযোজনার পাশাপাশি এখন ব্যবসায়ী হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠেপড়ে লেগেছেন তিনি।

ইতোমধ্যে নিউইয়র্কে ‘সোনা’ নামের একটি রেস্তোরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা। বিদেশের মাটিতে বসে দেশি খাবারের স্বাদ নিতে প্রবাসী ভারতীয়রা পৌঁছে যান সেখানে। এরপর গত জুন মাসেই নিজস্ব হোমওয়্যার লাইন ‘সোনা হোম’ শুরু করেছেন প্রিয়াঙ্কা।

 

‘সোনা’-তে যেমন খাবারের আকাশছোঁয়া দাম, তেমনই প্রিয়াঙ্কার হোমওয়্যার সম্ভারের দাম দেখে চোখ কপালে সবার! প্রিয়াঙ্কার এখানে জিনিসপত্রের দাম এতটাই বেশি যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ওয়েবসাইটের তথ্য বলছে, প্রিয়াঙ্কার ‘সোনা হোম’-এর ‘পান্না’ কালেকশনের টেবিলক্লথের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা (৩৯৮ ইউএস ডলার)। চমকে গেলেন তো?

এখানেই শেষ নয়, এই কালেকশনের একটি চায়ের কাপ ও প্লেটের দাম ৬ হাজার ৩০০ টাকা (৬৮ ইউএস ডলার)। চাটনি রাখার ছোট (৬টি) পাত্রের দাম ১৮ হাজার ৫০০ টাকা (১৯৮ ইউএস ডলার)।