ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। কন্নড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলেও তামিল-তেলেগু সিনেমায় নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।
এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রশ্মিকা মান্দানা। ওরম্যাক্স মিডিয়া আগস্ট মাসের জরিপ প্রকাশ করেছেন। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন রশ্মিকা।
ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার উপরে রয়েছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এরপর রয়েছেন—রচিতা রাম, রাধিকা আপ্তে, রামায়্যা, আশিকা রঙ্গনাথ। এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন যশ। এরপর রয়েছেন—সুদীপ, দর্শন, রক্ষ্মিত শেঠি ও গণেষ কৃষ্ণা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।