সন্তান জন্ম দেয়ার এক সপ্তাহের মাথায় ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরীমণি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন পরী। তার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
গত বুধবার (১৭ আগস্ট) বাসায় ফিরে জোড়া খাসি জবাই দিয়ে ছেলের আকিকাও সেরেছেন। সম্প্রতি রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। একই সঙ্গে যান চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী জেসমিন। সাইমন সদিক বলেন, ‘আমরা সবাই রাজ্যকে দেখতে গিয়েছিলাম।
রাজ-পরী ও রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটিয়েছি। রাজ্যর জন্য অনেক অনেক দোয়া থাকবে। সে যেনো আদর্শ মানুষ হয়ে উঠে।’ রাজ-পরীর বাসায় সময় কাটানোর একটি ভিডিও সম্প্রতি নায়ক সাইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, রাজ অতিথিদের মিষ্টিমুখ করাচ্ছেন। পরে রাজ্যকে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।