বিতর্ক যেন পিছু ছাড়ছে না সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির। কিছুদিন আগেই কেকে’র বিতর্কে জড়িয়েছিলেন। এবার তার বিরুদ্ধে উঠলো গান চুরির অভিযোগ!
উঠতি গায়িকা মনোরমা ঘোষাল কলকাতার একটি থানায় তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। শুধু রূপঙ্করই নয়, সঙ্গীত আয়োজক পার্থ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি।
মনোরমার দাবি, ২০২১ সালের নভেম্বরে তার সঙ্গে যোগাযোগ হয় পার্থ বন্দ্যোপাধ্যায়ের। যে গানটি নিয়ে অভিযোগ উঠেছে, ওই গানটি হলো, ‘সাগর তুমি কেন ডাকো’।
এই গানের প্রথম ঝলক প্রকাশিত হয় গত নভেম্বরে। সেই সময় প্রথম কিস্তিতে কিছু টাকা মনোরমা দিয়েছিলেন পার্থকে। এরপর গত ১২ই ডিসেম্বর গানটি মুক্তি পায় ইউটিউবে।
সেই সময় ২৮ হাজার টাকা দিয়ে ওই গানটি পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে কিনেছিলেন বলে দাবি করেন মনোরমার। কিন্তু সপ্তাহখানেক আগেই নাকি তার গানটি ইউটিউব থেকে তুলে নেয়ার কথা তাকে বলেন পার্থ।
তিনি জানান, এই গানটি নাকি রূপঙ্কর বাগচি গেয়েছেন। মনোরমার দাবি, এই বিষয়ে তিনি রূপঙ্কর বাগচির সঙ্গে কথাও বলেছেন।
মনোরমার কথা, এমন নীতি বিরুদ্ধ কাজ মেনে নিতে পারবেন না তিনি। এক সংবাদমাধ্যমে রূপঙ্কর বলেন, আমি এমন অনেক অ্যালবামে গান করি। যে চ্যানেল থেকে এই গান মুক্তি পেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।