বেকার যুবক জিয়াউল ফারুক অপূর্ব। বেকারত্বের চেয়েও বড় সমস্যা, তিনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো অঘটন ঘটান। আর এ কারণে তার নাম হয়ে যায়—অঘটনঘটনপটিয়সী! এমন গল্প নিয়ে পরিচালক শিহাব শাহীন নির্মাণ করেন একক নাটক ‘অঘটন’। তার সঙ্গে জুটি বাঁধেন সাবিলা নূর।

ঈদুল আজহা উপলক্ষে এই টিম এবার নির্মাণ করলেন নাটকটির সিক্যুয়েল। যার নাম দিয়েছেন ‘আবারও অঘটন’। নির্মাতার সঙ্গে যৌথভাবে নাটকটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

 

এবারের গল্পে দেখা যাবে, অপূর্বর সকল অঘটন মেনে নিয়েও প্রেমিকা সাবিলা তাকে বিয়ে করেন। যদিও বিয়ের পর এক ছাদের নিচে থাকতে গিয়ে সাবিলার সঙ্গে অপূর্বর অঘটনের মাত্রা আরো বেড়ে যায়!

তবে সেসব অঘটন সামলে নেওয়ার বিষয়েও সারাক্ষণ সচেতন থাকেন সাবিলা। কিন্তু মূল বিপত্তিটা বাঁধে অপূর্বর শ্বশুর বাড়িতে গিয়ে! সেখানে আবার হাজির হয় বিদেশ ফেরত সাবিলার প্রাক্তন প্রেমিক। তারপর ঘটতে থাকা নানা ঘটনা।

 

শিহাব শাহীন বলেন, ‘আগের নাটকটি ছিলো প্রেম পর্ব। এবার করেছি সংসার পর্ব। প্রধান দুটো চরিত্রের সঙ্গে এবার নতুন আরেকটি চরিত্র যুক্ত হয়েছে। তবে আগের মতোই সংসার জীবনে এসেও অপূর্বকে দেখা যাবে অঘটনঘটনপটিয়সী চরিত্রে! আশা করছি, প্রথমটির মতো এটিও দর্শকরা উপভোগ করবেন।

নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, ঈদুল আজহায় ‘আবারও অঘটন’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।