দিল্লি থেকে উঠে এসে বিশ্বজয়। দীর্ঘ ৩৪ বছরের ক্যারিয়ারে যেখানেই হাত দিয়েছেন ঝরেছে সাফল্যের বৃষ্টি। তবে একজন ব্যক্তিজীবনে সফল হলেও আজও অতীতের একটি ঘটনার জন্য আফসোস করে বেড়ান বলিউড বাদশা শাহরুখ খান।
খুব অল্প বয়সেই মা-বাবাকে হারিয়ে এতিম হওয়া শাহরুখ নিজের মৃত্যুপথযাত্রী মাকে কষ্ট দিয়ে আজও অনুশোচনায় ভোগেন। ভারতের গুণী অভিনেতা অনুপম খেরের সাথে আলাপকালে সেই ঘটনা বর্ণনা করেছিলেন তিনি। ডায়াবেটিসে আক্রান্ত মা লতিফ ফতিমা যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে যুদ্ধ করছেন, তখন তাকে মানসিকভাবে আঘাত করার চেষ্টা করেছিলেন শাহরুখ।
আর এই আফসোস এখনও কাঁদিয়ে বেড়ায় বলিউডের অন্যতম এই সফল অভিনেতাকে। শাহরুখ বলেন, ”আমি ভেবেছিলাম যদি মাকে সন্তুষ্ট হতে না দেই, তবে তিনি আমাকে রেখে চলে যাবেন না। আমি তাকে বলেছিলাম, ‘তুমি মারা গেলে আমি কিন্তু বোনের দেখভাল করবো না, পড়াশোনা করবো না, কোনো কাজও করবো না।’ এই ধরণের অনেক কথা বলেছিলাম যেন তিনি এসব শুনে আমাকে রেখে না যান।”
তিনি আরও বলেন, ‘আসলে ওগুলো শিশুসুলভ আচরণ ছিল। মাকে শেষ পর্যন্ত চলেই যান। আর আমার মনে হয়, তিনি সম্ভবত নিশ্চিন্ত ছিলেন আমি আমার বোনের যত্ন নেব, জীবনে উন্নতি করবো। আর মায়েরা আসলে সব জানেন। তবে সেদিন মাকে ওভাবে না বললেও পারতাম। এটার জন্য এখনও আফসোস হয়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।