মাদক মামলায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই মুখ বন্ধ রেখে ছিলেন বলিউড বাদশাহ ও তার পরিবার। অবশেষে ছেলের গ্রেপ্তারেরর বিষয়ে কথা বলেছেন শাহরুখ পত্নী গৌরী খান।
ভারতের আলোচিত শো ‘কফি উইথ করণ’-এ এসে এ কথা জানান তিনি। গৌরী বলেন, ‘সেই সময় আমাদের নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলতে পারি, সেই পরিস্থিতির থেকে খারাপ আর কিছু হতে পারে না। মা–বাবা এবং অভিভাবক হিসেবে আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। তবে আজ আমরা এক পরিবার হয়ে দাঁড়িয়ে আছি। আবারও সেই অবস্থানে পৌঁছেছি, যেখানে সবাই আমাদের ভালোবাসে।
‘ সেই কঠিন সময়ে চেনা-অচেনা যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের ধন্যবাদ জানান গৌরী খান। তিনি বলেন, ‘আমাদের বন্ধুবান্ধব, চেনা-অচেনা যাঁরা খবর নিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। এ রকম ভালোবাসা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।