বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির আসন্ন সিনেমার নাম ‘নিকম্মা’। ইতোমধ্যে এই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এই প্রথমবার কোনো ছবিতে সুপারওম্যান চরিত্রে দেখা যাবে বলিউড সেনসেশনকে। আর এই ছবির মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শিল্পা শেঠি। শিল্পা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানি এবং শার্লি শেঠিয়া। এ ছাড়া বলিউডে ডেবিউ করছেন গায়িলা শার্লি শেঠিয়া। সিনেমায় সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিল্পা। ছবিতে তার চরিত্রের নাম ‘অবনী’।
আর অভিমন্যুকে দেখা যাবে এক অলস ব্যক্তির চরিত্রে। তার চরিত্রের নাম সিদ্ধার্থ। সোমবার থেকে বৃহস্পতিবার অলসভাবে ঘুরে বেড়াবে সে।
শুক্রবার সিনেমা দেখতে যায়, শনিবার পার্টি করে এবং রোববার শার্লির সঙ্গে প্রেম করে বেড়ায়। আর এক অকর্মন্যর জীবনেই আবির্ভাব হয় সুপারওম্যান শিল্পার। তার জীবনকে অতিষ্ঠ করে তোলেনি শিল্পা। চলতি বছর ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা। সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং সাব্বির খান ফিল্মস প্রযোজিত, সাব্বির খান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সামির সোনি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।