গায়ক রিকি মার্টিনের বিরুদ্ধে তার ২১ বছর বয়সী ভাগ্নেকে অজাচারের (যৌন হয়রানি) অভিযোগ উছেঠে। আর এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৫০ বছরের জেল হতে পারে তার।
স্প্যানিশ পত্রিকা মার্কা শনিবার (১৬ জুলাই) জানিয়েছে, রিকি মার্টিনের ভাই এরিক নিশ্চিত করেছেন যে মার্টিনের সঙ্গে তারই ২১ বছর বয়সী ভাগ্নে ডেনিস ইয়াদিয়েল সানচেজের সম্পর্ক ছিল। গত ২ মাস আগে দু’জনের সম্পর্ক শীতল হলেও সানচেজের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার ওই ভাগ্নে।
এদিকে, পুয়ের্তো রিকোর স্থানীয় সংবাদমাধ্যম এল ভোসেরো জানিয়েছে, সাত মাস ডেটিংয়ের পর দুজনের সম্পর্ক গত ২ মাস আগে শেষ হয়েছে। এরপর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ চলছে রিকি মার্টিনের বিরুদ্ধে। এল ভোসেরোর বরাত দিয়ে ভাগ্নে সানচেজ অভিযোগ করেন, মার্টিন ওই বিচ্ছেদ মেনে নেয়নি।
কমপক্ষে ৩ বার তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করেছেন মার্টিন। এছাড়াও তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনেরও অভিযোগ আনেন সানচেজ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গায়ক রিকি মার্টিনের আইনজীবীরা ইতোমধ্যেই সকল অভিযোগ অস্বীকার করেছেন।
ডেইলি মেইলকে তারা জানিয়েছেন, রিকি মার্টিন গভীর মানসিক স্বাস্থ্যহানিতে ভুগছেন। এছাড়াও ভাগ্নের অভিযোগকে ‘ঘৃণ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। সে সাথে সানচেজ মানসিক সমস্যায় ভুগছেন বলেও দাবি করেন রিকি মার্টিনের আইনজীবীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।