সড়ক দুর্ঘটানায় প্রাণ গেল ছোট পর্দার পরিচিত মুখ চিত্রগ্রাহক জাহিদ হোসেনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদের বিভিন্ন ঘনিষ্ঠজনের পোস্ট থেকে খবরটি জানা গেছে।

জানা গেছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়। দুঃসংবাদটি জানিয়ে নির্মাতা গৌতম কৌরি লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রির সম্ভাবনাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ মানুষটার। এই চিল্লাফাল্লার বাজারে, জাহিদ খুব মৃদুভাষী, কিছুটা লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।’