ভারতীয় বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। মুব্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

৮০ ও ৯০ এর দশকে ভারতে ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন বাপ্পি লাহিড়ী।

হাসপাতালটির পরিচালক ডা. দিপাক নামযোস্বীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, গত এক মাস ধরে লাহিড়ী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন মঙ্গলবার তার শরীর বেশ খারাপের দিকে গেলে তাকে আবার হাসপাতালে আনা হয়। তিনি অনেকগুলো জটিল রোগে ভুগছিলেন। তিনি ওএসএ (নিদ্রা জনিত রোগ) আক্রান্ত হয়ে মারা গেছেন।’

বাপ্পি লাহিড়ী ১৯৭০ ও ৮০ এর দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিস্কো ড্যানসার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন করেন। তার শেষ বলিউডের গান ভাঙ্কাস ছিল ২০২০ সালের ছবি ‘বাঘি ৩’-এর জন্য।