কোলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী দুই বাংলার মানুষরে কাছে বেশ জনপ্রিয়। ‘ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার’ গানটি দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মনে। এবার জনপ্রিয় এই শিল্পী রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন।
যেখানে ডিভোর্সের কথা বলা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নচিকেতা লেখেন, যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল। তবে কার ডিভোর্স হয়েছে তা উল্লেখ করেননি তিনি। কারো কারো ধারণা নতুন কোনো গান আসছে তার।
যার শিরোনাম হতে পারে, ‘যাঃ! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’ আবার স্থানীয় একটি সংবাদমাধ্যম এই প্রসঙ্গে জানতে যোগাযোগ করলে নচিকেতা বলেন, বিষয়টা একান্তই ব্যক্তিগত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।