বিনোদন প্রতিবেদক: একজন গান আসক্ত মানুষ। যার গান শেখার হাতে খড়িটাই হয়েছিল বাবার কাছে। রংপুরেই বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই ছিলেন রংপুর বেতার এর তালিকাভুক্ত শিল্পী।
সেই ছোট কাল থেকেই গান লেখার পাশাপাশি সুর করে সেই গাওয়ার নেশায় মেতে থাকতেন।
বলছি জনপ্রিয় বাবা শিরোনামের গানটির গীতিকার, সুরকার ও গায়িকার কথা। বলছি তাসনিম সাদিয়ার কথা।
দীর্ঘ প্যানডেমিক এর পর নতুন গান নিয়ে হাজির হলেন তাসনিম সাদিয়া। তিনি জানান, এই প্রথম মৌসুম আহমেদের সাথে নিজের লেখা গান ছাড়াই গাইলাম। বাবা শীর্ষক গান থেকে মানুষের সাথে আমার পরিচিতি। কন্ঠ দিয়েছেন বিভিন্ন বিজ্ঞাপন সহ বেশ কিছু আবহ সঙ্গীতে।
তার পর থেকে অনেক চড়াই উৎরাই পার করে দীর্ঘ প্যান্ডামিকের পর নতুন বছরে ভ্যালেন্টাইনে নিয়ে এলেন তার আরো একটি চমক।
যে গানের শিরোনাম, গোপনে গোপনে। গোপনে গোপনে শিরোনামের গানটির লিরিক টিউন করেছেন মৌসুম আহমেদ। আর এই গানেই দ্বৈত কন্ঠ দিয়েছেন তাসনিম সাদিয়া।
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে শিরোনামের গানটি এবারো জি-সিরিজ এর ব্যানারে এই ভ্যালেন্টাইনেই প্রকাশিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।