বিনোদন প্রতিবেদক: অনলাইন প্লাটফর্মে অচিরেই প্রকাশিত হচ্ছে দুই সহোদর রেজাউল করিম এবং দিদারুল করিমের নতুন আধুনিক এবং ফোক আঙ্গিকের দুটি মৌলিক গান। বাংলাদেশের অন্যতম গীটার বাদক এবং সার্গীটের উদ্ভাবক নাসির উদ্দিনের সংগীত আয়োজনে ইতি মধ্যে গান দুটির কাজ সম্পন্ন হয়েছে। গান দুটির কথা লিখেছেন কাতার প্রবাসী কবি, গল্পকার কামাল খোকন।

বিরহ বিষম জ্বালা” গানটির সুর এবং কন্ঠ দিয়েছেন বড়ো ভাই বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রেজাউল করিম এবং যে পথে আজ কাঁদামাটি” গানটি গেয়েছেন দিদারুল করিম গানটির সুরও করেছেন শিল্পী নিজে।

উল্লেখ্য যে, ফরিদপুরের ভাঙ্গা থানার সন্তান রেজাউল করিম এবং দিদারুল করিম দুজনেই বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের অধুনিক গান এবং নজরুল সংগীতের নিয়োমিত শিল্প পাশাপাশি বড়ো ভাই রেজাউল করিম ছায়ানটের শিক্ষকতা করছেন এবং ছোট ভাই দিদারুল করিম সংগীত চর্চার পাশাপাশি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের নিয়োমিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন,রেডিওতে নিয়োমিত অনুষ্ঠান করে আসছেন সাথে স্টেজ প্রগ্রমতো রয়েছেই।

প্রানে গানে অন্তরে এবং সঘন শ্রাবণ শিরোনামে দুটি একক গানের এলবাম রয়েছে নজরুল সংগীত শিল্পী রেজাউল করিমের এবং দিদারুল করিমেরও গানের এলবাম মানব তরণী এবং দলছুট মেঘ শিরোনামে দুটি এলবাম রয়েছে। যার মধ্যে দলছুট মেঘ এর পাঁচটি গানের মধ্যে চারটি গানের কথা ও সুর শিল্পীর নিজের। এলবামটির সংগীত আয়োজনে ছিলেন কোলকাতার অন্যতম সংগীত পরিচালক অমিত ব্যার্নাজ্যি। ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত দুই সহোদরের ঐকান্তিক ইচ্ছা নিয়োমিত ভাবে গানের চর্চা করে যাওয়া।