প্রতিশ্রুতিশীল জনপ্রিয় কন্ঠশিল্পী আলমিনা নিতুর নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। “প্রেম খেলা” শিরোনামে রাধারমণ দত্তের অপ্রচলিত একটি গান চ্যানেল মাট নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে । এই গানটি ইতিমধ্যে রীতিমতো দর্শকমহলে প্রশংসিত হচ্ছে । গানটি শুনলে আশা করি সবার ভালো লাগবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রায় সাড়ে তের হাজার গান সংগ্রহ করে সারা দেশ থেকে। সেখান থেকে 100জন শিল্পীকে একটি করে দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সেই গানগুলোর মধ্যে প্রেম খেলা খেলিব শিরোনামের গানটি দেয়া হয় নিতুকে। এই গান টি নিয়ে নিতুর অনেক স্বপ্ন।তিনি বলেন গানটি বাংলা লোকসঙ্গীতের ভান্ডার আরো সমৃদ্ধ করবে। গানটির যদিও অনেক আগে লিখে গেছেন রাধা রমন দও তারপরও গানটির কথা- সুর সমসাময়িক।
আলমিনা নিতু ইউডা ইউনিভার্সিটিতে সংগীত নিয়ে পড়াশোনা করছে। ছোট থেকেই গান করছে, গানকে ভালোবাসেন তিনি ।যদিও শুরুটা ছিলো মায়ের ইচ্ছাতেই। শিশু একাডেমীতে ৩বছর এবং জেলা শিল্পকলা নরসিংদী থেকে ৪বছরের উচ্চাঙ্গ সঙ্গীতে কোর্স শেষ করেছেন । জীবনে বড় পাওয়া ২বার জাতীয় পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেল পয়েছেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী।
নিতু বলেন, ‘এছাড়া ও জেলা প্রশাসন নরসিংদীর নিজস্ব সংস্কৃতিক প্রতিষ্ঠান বাঁধন হারা থিয়েটার স্কুলে ৯ বছর থিয়েটার করেছি। থিয়েটার আমার ভালোবাসা ভালোলাগার একটি জায়গা এবং অভিনয় প্রিয়। অভিনয়ের পাশাপাশি মডেলিং করছি একি প্রতিষ্ঠানে। চ্যানেল মাট ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি কাভার সং রয়েছে আলমিনা নিতুর।। উঠতি এই শিল্পী সকলের কাছে দোয়া চেয়েছেন।
সংগীত নিয়ে আরো ভালো কিছু করতে চান আলমিনা নিতু। তিনি শিল্পকলা একাডেমি থেকে চায়নায় গিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।