বিনোদন প্রতিবেদক: আধুনিক গানের কণ্ঠশিল্পী তানজিন বৃষ্টি। জান্নাত আরা ফেরদৌস মিলার গীতে ‘আদর’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। মৌলিক মেলোডি ধাঁচের গানটি মিউজিক ভিডিও ফর্মেটে ভালোবাসার দিবসের প্রথম প্রহরে মুক্তি পেয়েছে। এতে বৃষ্টির সঙ্গে ডুয়েট গেয়েছেন জনপ্রিয় মেলোডি কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা।
রবিন ইসলামের সুর ও সংগীতায়োজনে গানটিতে মডেল হিসেবে দেখা গেছে জান্নাত আক্তার ও মোহাম্মদ বিন শাদাবকে। ৪ মিনিট ১১ সেকেন্ডের মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে তানজিন বৃষ্টি ইউটিউব চ্যানেলে।
চমৎকার ইন্টারিয়র আয়োজনে চিত্রায়িত মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সঙ্গীত পরিচালক রবিন ইসলাম নিজে। ভিডিওটি প্রকাশের পর দর্শক-শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে।
এ ব্যাপারে তানজিন বলেন, আমি চেয়েছি গানটি আগে মুক্তি দেই তারপর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। সেই ভাবনা থেকে আগে মুক্তি দিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে আমার মনের ভাব প্রকাশ করছি।
আমার ভিউয়ারদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি, তারা রবিন ইসলামের সঙ্গীতায়োজেন শাওন গানওয়ালা ভাই আর আমাকে সাধুবাদ জানিয়েছেন। সত্যি বলতে তাদের এই কমপ্লিমেন্ট চলার পথে আমার জন্য অনেক বড় আর্শীবাদ।- যোগ করেন বৃষ্টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।