![লালনের ১০ গান নিয়ে সায়েরা রেজার সাঁইজি মিক্স](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/mix.jpg)
সায়েরা রেজার সাঁইজি মিক্স
সায়েরা রেজার সাঁইজি মিক্স
বিনোদন প্রতিবেদক: লালনের ১০ গান নিয়ে ফোক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজার সাঁইজি মিক্স মুক্তি পাচ্ছে এবার ঈদে। হালে বিভিন্ন ধরনের ম্যাশাপের বেশ কদর বেড়েছে।
মিক্সও মূলত ম্যাশাপ ঢঙেই সাজানো হয়েছে। সায়েরা রেজা বললেন, লালন গান নিয়ে ম্যাশাপ এই প্রথম। এটা শ্রোতামহলে অন্যরকম এক দ্যোতনা তৈরি করবে বলে আমার বিশ্বাস।
অপু মাহফুজের সার্বিক পরিকল্পনায় ও তৌফিকুল ইসলাম শাওনের মিউজিকে করা এ গানটির অডিও-ভিজুয়াল শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ-এ অবমুক্ত হবে এই চাঁদরাতে।
গানটি রেকর্ড করা হয়েছে ঐক্য ভিজুয়াল এন্ড রেকর্ডস স্টুডিওতে এবং এর নান্দনিক ভিডিওটি তৈরী হয়েছে প্রটিউনের ব্যবস্হাপনায়। ছায়াছবি, নাটক ও সলো মিলিয়ে সায়েরা রেজার বেশকিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।