‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘ওরে নীল দরিয়া’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলাতে চাই’ এমন অনেক কালজয়ী গানের সুরকার আলম খান মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১১ টা ৩২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন গীতিকার কবীর বকুল। আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরে’ সিনেমার মাধ্যমে ১৯৭০ সালে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সুরকার আলম খান।

তারও আগে ১৯৬৩ সালে রবিন ঘোষের সহকারী হিসেবে ‘তালাশ’ চলচ্চিত্রে সঙ্গীতপরিচালনা করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে অসংখ্য সিনেমার সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি।

ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি সৃষ্টি করেন একের পর এক জনপ্রিয় গান। তার সুর করা গানের সংখ্যা দুই হাজারের ওপরে।