![বিয়ের গানের ভিডিওতে দীঘি](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/dkk1791.jpg)
বিয়ের গানের ভিডিওতে দীঘি
বিয়ের গানের ভিডিওতে দীঘি
শিশুশিল্পী হিসেবে ইমেজ কাটিয়ে ওঠার পর অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করছেন প্রার্থনা ফারদীন দীঘি। এরই ধারাবাহিকতায় ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের আরও একটি গানের মডেল হলেন এ অভিনেত্রী।শাওন ও ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি গেয়েছেন সায়রা রেজা ও অপু মাহফুজ। সোহেল রাজের নির্দেশনায় এর ভিডিওতে দীঘির সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ইমন। তাদের সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা চাষি আলম ও সীমান্ত আহমেদ ছিলেন।
এ প্রসঙ্গে দিঘী বলেন, এমন একটা চমৎকার গানের ভিডিওর অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। গানটি শুনলে এমনিতেই শরীরে দুলুনি চলে আসে। আমি নিশ্চিত গানটি এখন থেকে আমাদের বিয়ে-শাদীর আনন্দ আয়োজনের একটি অংশ হয়ে উঠবে।
নায়ক ইমন বলেন, বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করলেও এ ধরনের একটা মজার ভিডিওতে আমার অংশগ্রহণ এই প্রথম। কাজটি করতে গিয়ে আমি খুব উপভোগ করেছি। ‘ওয়েডিং মিক্স’ শিরোনামের গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।