‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’—এমন অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। বার্ধক্য এবং অসুখে ভালো নেই লোকসংগীতের এই কিংবদন্তী।
মাঝেমধ্যে তাকে দেখতে ছুটে যান লোকগানের আরেক নন্দিত শিল্পী কুদ্দুস বয়াতি। একসঙ্গে দেশ-বিদেশে বহু মঞ্চ মাতিয়েছেন তারা। কাঙ্গালিনীর গান শুনে আবেগাপ্লুত হয়েছেন কুদ্দুস বয়াতী।
সোমবার (৮ আগস্ট) দুপুরে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন কুদ্দুস বয়াতি। ক্যাপশনে লিখেছেন: ‘অঝোরে কেঁদেছি! এখনও কণ্ঠ কি সুন্দর! কাঙ্গালিনী সুফিয়ার বুক ফাটা কষ্টের গান।’
ভিডিওতে দেখা যাচ্ছে, কাঙ্গালিনীর বাড়ির উঠানে পাশাপাশি বসে আছেন তারা। এ সময় কাঙ্গালিনীর কাছে একটি গান শোনার আবদার করেন কুদ্দুস বয়াতি। সঙ্গে সঙ্গেই গাইতে শুরু করেন কাঙালিনী সুফিয়া। তার গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন কুদ্দুস বয়াতি। প্রায় দেড় বছর আগে অসুস্থ বান্ধবী কাঙ্গালিনীকে দেখতে তার গ্রামের বাড়িতে যান কুদ্দুস বয়াতি। সেই সময়ের একটি ভিডিও শেয়ার দিয়েছেন তিনি। গানটি সে সময়ই ধারণ করা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।