বিনোদন প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কন্ঠ শিল্পী জেসমিনের “কন্ঠে বন্ধুরে তোর মন ভালো না” শিরোনামের গানটি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান Next Entertainment এই প্রসঙ্গে নেক্সট এন্টারটেইনমেন্টের পরিচালক শরিফুল ইসলাম সুজন বলেন, ‘আমাদের চ্যানেলে বেশকিছু ভালো ভালো গান আসবে, আমরা মূলত তরুণ শিল্পীদের নিয়ে কাজ করছি কেননা তারা গানটাকে প্রাণ দিয়ে ভালোবাসে, নিজের গানের প্রচারের সহায়তা করে অন্য দিকে জনপ্রিয় শিল্পীরা কিছু সংখ্যক গানের প্রচার করলেও বাকিগুলো প্রচার করে না যা খুবই হতাশাজনক, তাই আমরা নতুনদেরকে সবার মাঝে প্রকাশ করতে চাই।

বন্ধুরে তোর মন ভালো না গানটি চমৎকার গেয়েছে জেসমিন আক্তার দিভিয়া, আলি মুস্তাফা ভাই দারুণ সঙ্গীত আয়োজন করেছেন এবং আমার পছন্দের লেখাছিলো এই গানটি যা লিখার জন্য নূরে আলম মামুন ভাইকে ধন্যবাদ জানাই। গানটি আমরা সিঙ্গার ভার্শন করে আপলোড দিয়েছি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

গানের প্রসঙ্গে সঙ্গীত পরিচালক আলি মুস্তাফা বলেন, ‘সু-কন্ঠি গায়িকা জেসমিন খুবই চমৎকার গেয়েছে গানটি, লেখা ও সুর আকর্ষণীয় ছিলো, আমিও সেরাটা দেয়ার চেষ্টা করেছি, আশাকরি সবার ভালো লাগবে।

গানের গীতিকার নূরে আলম মামুন বলেন,সব মিলিয়ে দারুণ ছিলো, গানটি নিয়ে আমি আশাবাদী।