বাহুবলি খ্যাত দক্ষিণী সিনেমার সুপার হিরো প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পেলো সিনেমার নতুন পোস্টার।
খবর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় প্রকাশিত হয়েছে পোস্টারটি। সেখানে এক ভিন্ন রূপে দেখা গেলো প্রভাসকে। পরিচালক ওম রাউত পরিচালিত এই ছবিতে প্রভাসকে দেখা গেছে রামচন্দ্রের ভূমিকায়।
আরোও পড়ুন :
বেনাপোল সীমান্ত থেকে পিস্তল, গুলি,ম্যাগজিন সহ আটক ০১
“রংপুরে মহানগর অভিরাম ব্রহ্ম আশ্রমের জমি বিক্রয় পূর্বক আত্মসাতের অভিযোগ”
পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছেন অভিনেতা। আগামী ২ অক্টোবর ‘আদিপুরুষ’ এর টিজার মুক্তির কথা রয়েছে। এ দিনই মুক্তি পাবে ছবিটির আরও একটি পোস্টার। নতুন এ যাত্রায় অনুরাগীদের পাশে থাকার অনুরোধ করেছেন ‘বাহুবলি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।