ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকির মতো সোশ্যাল মিডিয়া এখন মানুষের নিত্যদিনের অনুষঙ্গ। ডিজিটাল যুগে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দুটো দিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক ব্যবহার নিয়ে অনেকে উদ্বিগ্ন। ফের সেই কথাই স্মরণ করালেন হিন্দি ও ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিজ্ঞতা জানিয়ে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন—‘আমি মনে করি, আমরা যত এগিয়ে যাচ্ছি, মানবিক মূল্যবোধ ততই হারিয়ে যাচ্ছে।

 

আর এজন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করতে হবে। আমি জানি, সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিকও রয়েছে। কিন্তু মানুষ এটিকে নেতিবাচক বিষয়ে ব্যবহার করছে। আমরা আগে একসঙ্গে বসে খাবার খেতাম। আর এখন ভ্যানিটি ভ্যানে গিয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

অভিনয়ে খুব বেশি নিয়মিত নন মিঠুন চক্রবর্তী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাশ্মীর ফাইলস’। বিতর্কিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। তবে তার অভিনীত সর্বশেষ বাংলা সিনেমা মুক্তি পায় ২০১৮ সালে। সম্প্রতি ‘প্রজাপতি’ শিরোনামে নতুন একটি বাংলা সিনেমার কাজ শুরু করেছেন।

 

অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে মিঠুন-দেবকে। দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন—‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।