সময় পরিবর্তন হচ্ছে, বদলাচ্ছে হাওয়া। কিন্তু সময় নিজে কি বদলায়? বদলায় তো মানুষ। আর মানুষ যে বদলাচ্ছে, সেই ইঙ্গিতই মিলছে। ভারতীয় সংস্কৃতিতে সাধারণত স্বামীকে বউয়ের চেয়ে একটু উচ্চে স্থান দেওয়া হয়।

যে কারণে, আচারে বা বিশেষ দিনে বা উৎসবে স্বামীকে প্রণাম করার বিধি আছে বউয়ের। আর এসব সূত্রে অবশ্য ধর্মীয় আচার-আচরণে পিতৃতান্ত্রিকতার প্রভাব নিয়ে অনেক মহলই বহুদিন থেকে নানা তর্ক তুলছেন। কিন্তু, এবার যেটা হলো, সেটা শুধু তর্ক তোলা নয়। নিজের বিশ্বাসকে প্রথা ও ঐতিহ্যের বিপরীতে গিয়ে একেবারে হাতে-কলমে প্রয়োগ করা। বিয়ের ভরা আসরে কনের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বর। চাইলেন আশীর্বাদ। বরের নাম অর্ণব রায়, বউ দিতি গোরাদিয়া রায়।

কেন করলেন অর্ণব এমন আশ্চর্য কাজ? অর্ণবের বক্তব্য হলো, এটা সাম্যের সম্পর্ক। বর-বউয়ের মধ্যে কোনও ছোট-বড় ভেদ হয় না। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে সমানাধিকারের যে ভাবটি প্রতিশ্রুত থাকে বা সময়বিশেষ উহ্যও থাকে, তিনি শুধু সেটাকেই মান্যতা দিয়েছেন।

একটি ভিডিওতে এই পুরো বিষয়টি ধরা আছে। ইনস্টাগ্রামে পোস্ট করার পরে স্বভাবতই সেটি ভাইরাল হয়েছে। যদিও দিতি-অর্ণবের বিয়ে হয়েছে এ বছরের গোড়ায়, আর দিতি তাঁদের বিয়ের এই ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেছেন মাত্রই কয়েকদিন আগে।