মা হলেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (২০ জুন) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই গায়িকা। এরই মধ্যে পুতুল তার কন্যার নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা।

তা জানিয়ে পুতুল বলেন—‘অন্তত আরো তিন সপ্তাহ পর মেয়ের পৃথিবীতে আসার কথা ছিল। তাই মানসিক-শারীরিক প্রস্তুতি আগে থেকেই মাথায় রেখেছিলাম। অথচ সোমবার রাতে পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম সে আর অপেক্ষা করতে রাজি নয়। পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়েও বেশি!

সময়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা। গত বছরের ১৩ এপ্রিল সৈয়দ রেজা আলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল। এ দম্পতির এটি প্রথম সন্তান। বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সৈয়দ রেজা আলী বলেন, ‘আশীর্বাদ হিসেবে আমরা একটি কন্যাসন্তান পেয়েছি। এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না আমি বাবা হয়েছি।

মা-মেয়ে দুজনেই ভালো আছে। খুব শিগগির ওদের বাড়ি নিয়ে যাব। মিউজিক কম্পোজার ও মেধাবী একজন গিটারিস্ট হিসেবে খ‌্যাতি রয়েছে পুতুলের বর সৈয়দ রেজা আলীর। তার কম্পোজিশনে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন পুতুল।