‘কফি উইথ করণ’ নিয়ে নানান বিতর্ক তৈরি হয়। এরপরেও এই অনুষ্ঠান ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই।
৭ জুলাই থেকে এই শো শুধুমাত্র ডিজনি+ হটস্টারে দেখা যাবে। এবার টিভিতে এই শো সম্প্রচারিত হবে না। সম্প্রতি সামনে এসেছে সপ্তম সিজনের শোয়ের ট্রেলার। যেখানে দেখা মিলেছে বহু জনপ্রিয় তারকার।
যাদের মধ্যে রণবীর সিং এবং সারা আলি খানের মন্তব্য নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। ট্রেলারে দেখা যায় সারাকে করণ প্রশ্ন করছেন কোনো একটা কারণ বলুন যে কারণে আপনার প্রাক্তনকে আপনি প্রাক্তন করে দিয়েছেন?
উত্তরে সারা বলেন, কারণ ও আরও অনেকেরই প্রাক্তন। বলেই হেসে ফেলেন সারা। সাইফ কন্যার এই মন্তব্যে অনেকের প্রশ্ন তার এই ইঙ্গিত কি কার্তিক আরিয়ানের দিকে? শোনা যায় কার্তিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।