২০১৯ সালে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল হোয়াকিন ফিনিক্সের সিনেমা ‘জোকার’। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের অপেক্ষা শুরু হয় ‘জোকার টু’-এর জন্য।
কবে মুক্তি পাবে সিকুয়েলটি, তা নিয়ে জল্পনাকল্পনারও শেষ নেই। অবশেষে জানা গেল সেই তারিখ। ‘জোকার’ সিনেমার সিকুয়েল মুক্তি পাবে ২০২৪ সালের ৪ অক্টোবর। ওয়ার্নার ব্রাদার্সের এক চলচ্চিত্র পরিবেশকের সূত্রে জানা গেছে এ তারিখ। দুঃখ পেলে তার অট্টহাসি আসে।
রাগ, হতাশা সবকিছুরই বহিঃপ্রকাশ সেই অট্টহাসি হাসি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে। পেশায় কৌতুকশিল্পী হওয়া তার পক্ষে তাই সুবিধার ছিল। মানুষ তাকে চিনতো পার্টি মাতানো ‘জোকার’ বলেই। তবে এর নেপথ্যে ছিল স্নায়ুর রোগ, যা কেউ বোঝেনি। আমেরিকার বুকে কল্পিত এক শহরপ্রান্তের বাসিন্দা, স্ট্যান্ডআপ কমেডিয়ান আর্থার ফ্লেকের জীবনে ট্র্যাজেডি বয়ে নিয়ে আসে সমাজই।
অন্ধকার জীবন বেছে নিতে বাধ্য হয় সে। ‘জোকার’ হয়ে ওঠে প্রতিবাদের মুখ, অন্ধকারের রাজা। টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে তৈরি হওয়া সিনেমা ‘জোকার’ বিশ্ব জুড়ে আলোড়ন ফেলেছিল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘হার’-খ্যাত অভিনেতা হোয়াকিন ফিনিক্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।