দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।
দীর্ঘ সাত বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ নায়ক। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি। আপাতত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। রোববার (৩ জুলাই) বিকেল ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে উপস্থিত থাকবেন অনন্ত জলিল ও বর্ষা।
সেখানে ‘দিন দ্য ডে’ সিনেমার নতুন ট্রেলারটি প্রদর্শিত হবে। সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে এক ভিডিওবার্তায় অনন্ত জলিল বলেন, আজ আমি ও বর্ষা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারাও অবশ্যই যাবেন। দেখা হবে। আপনার দিনটি সুন্দর হোক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।