এবার দেশের সিনেমায় দেখা মিলবে ক্যাপ্টেন আমেরিকা ও অ্যাভেঞ্জার্স তারকা ফ্র্যাঙ্ক গ্রিলো’র। ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত যৌথ প্রযোজনার ‘এমআর নাইন’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস ও এমআর নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমাটিতে ভিলেন হিসেবে দেখা যাবে ফ্র্যাঙ্ককে। তার চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম ডেডলাইন।
এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা আসিফ আকবর ডেডলাইনকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন এমআর নাইন ছবির শুটিং চলছে। ফ্র্যাঙ্ক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পর এর কাজ হবে বাংলাদেশে।
উল্লেখ্য, ফ্র্যাঙ্ক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা:দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা:সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা বেড়েছে ক্যাপ্টেন আমেরিকা সিরিজে অভিনয়ের মাধ্যমে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।