বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। এরই মধ্যে নিজেকে সিঙ্গেল দাবি করলেন এই অভিনেতা।
সম্প্রতি করন জোহরের সঞ্চালনায় ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছেন টাইগার শ্রফ। সঙ্গে ছিলেন ‘হিরোপান্তি’ সিনেমায় তার সহ-অভিনেত্রী কৃতি স্যানন। এই সময় প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে টাইগার বলেন, ‘আমি সিঙ্গেল। অন্তত আমি এটাই মনে করি। বর্তমানে কাউকে খুঁজছি।’
এর আগে শোনা যায়, চলতি বছর শুরুর দিকে দিশা ও টাইগারের ব্রেকআপ হয়েছে। টাইগারকে বিয়ে করতে চাইছেন দিশা। কিন্তু এই অভিনেতা জানান, এখন কোনোভাবেই বিয়েতে রাজি নন তিনি। এটি নিয়ে তাদের মনোমালিন্য হয়। এরপরই তাদের সম্পর্কে চিড় ধরে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।