ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়া তিন শতাধিক পর্যটক আজ ফিরে আসতে পারেন।
আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে ফিরতে পারেন বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। তিনি বলেন, আজ ভোর থেকে বৃষ্টি হচ্ছে না।
সকাল থেকে সব কিছু স্বাভাবিক দেখা যাচ্ছে। পরিবেশ সুষ্ঠু হলে আজ তাদের জাহাজে করে ফেরানো হবে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজার (টুয়াক) সূত্রে জানা যায়, আজ সকালে সেন্টমার্টিনের উদ্দেশে পাচঁটি জাহাজ রওনা দিয়েছে। হয়তো এই পাঁচ জাহাজে করে আটকা পড়া পযর্টকরা ফিরবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।