নিজের বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে সবসময় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। এবার নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো পুরুষ সেলিব্রেটিকে পুঁজি করে নয়, আলোচনায় এসেছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাডুকোনের সাথে ভাইরাল হয়ে।
আরো পড়ুন: আসন্ন শারদীয় দুর্গাপূজায় আরও ৬০ টন ইলিশ পেলো ভারত
ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মূলত, দীপিকার একটি ইনস্টাগ্রাম ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। যা পোস্ট করার পরপরই হু হু করে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, একটি বিমানে ঊর্বশীকে আলিঙ্গন করে বসে আছেন দীপিকা। সেখানে ঊর্বশীর চুম্বনে দীপিকার চোখ বন্ধ হয়ে আসছিল।
তবে ঊর্বশীর চুম্বনে দীপিকার আনন্দের সীমা ছিল না, যা দেখা গেছে তার মুখের মিষ্টি হাসিতে। জানা যায়, ঊর্বশী ও দীপিকা দু’জনেই দুবাই থেকে একই বিমানে ভারতে ফিরছিলেন। উর্বশী একই ফ্লাইটে দীপিকাকে দেখে উত্তেজনা ঢাকতে পারেননি। আর সেখানেই দীপিকাকে চুম্বনে বাঁধেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।