লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। তবে বিশেষ দিবস উপলক্ষে হাতেগোনা কিছু নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে। অন্যদিকে, সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। গানের চেয়ে অভিনয়েই অধিক ব্যস্ত তিনি। ঈদুল ফিতর উপলক্ষে এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন তিন নাটকে।
এর আগেও জুটি বেঁধে কাজ করেছেন মিম-তাহসান। সুতরাং ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ। তা উল্লেখ করে মিম বলেন—‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবার তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।’
মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’
মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন মিম-তাহসান। ‘মরিবার হলো তার সাধ’ নাটকের শুটিং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।