ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমায় উজ্জ্বল একটি দিন। দিনটি অন্যদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। প্রতিবার পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ উপভোগ করলেও এবার দেশে ঈদ করছেন না নুসরাত ফারিয়া। কলকাতায় ঈদ করছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া রাইজিংবিডিকে বলেন, ‘ঈদে প্রতিবার ঢাকায় পরিবারের সঙ্গে থাকি। এবারো তাই ভেবেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। ফলে চলে আসতে হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ।’
সহসা দেশে ফিরবেন না ফারিয়া। কেননা আগামী মাসে শুরু হবে এই নায়িকার ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং।
ঈদের স্মৃতিচারণ করে ফারিয়া বলেন, ‘কোরবানির ঈদ শুরু হয় ভোরবেলা থেকে। নামাজ থেকে আসার পর বাবা-দাদাদের কোরবানির প্রস্তুতি দেখাটা অন্যরকম মজা! যখন থেকে বুঝতে শুরু করেছি তারপর থেকে এখনো এই কাজগুলো করি- মাংস কাটা, ভাগাভাগি করা খুব এনজয় করি। ১৮ বছর বয়সে আমি নিজের টাকায় কোরবানি দিয়েছি। আমার জীবনের স্মরণীয় ঈদ ছিল। আমি বাবাকে বলেছিলাম, আমি একটা ছাগল কোরবানি করতে চাই। তুমি পছন্দ করে কিনে এনো। আমার মনে হয়েছিল আব্বু-আম্মু যদি নিজেরা উপার্জন করে কোরবানি দিতে পারেন তাহলে আমি কেন পারব না?’
উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।