বলি পাড়ার অসমবয়সী প্রেমিক যুগল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। প্রায় সবসময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয় তাদের বিশেষ মুহূর্তের ছবি। মাঝে শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের খবর। এরপর জানা গেল খবু শিগগিরই বিয়ের পর্ব সারবেন এই তারকা প্রেমিক জুটি।
সম্প্রতি করণের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ -এ অতিথি ধরা দিয়েছেন অর্জুন। ওই শো’তে কবে বিয়ের সানাই বাজবে বলে অর্জুনকে জিজ্ঞাসা করেন করণ । অর্জুনের উত্তরে হতাশ হয়েছিলেন করণ জোহর। কী এমন বলেছিলেন যে হতাশ হয়েছিলেন করণ? করণের প্রশ্নের উত্তরে অর্জুন জবাব দিয়েছিলেন, ‘এ মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। ক্যারিয়ারে মন দিতে চাইছি। সত্যি বলতে কি, লকডাউন, করোনায় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে।
’ অর্জুন মনে করেন তিনি খুব বাস্তববাদী। তার কিছু লুকানোর নেই। এখন নিজেকে গুছিয়ে নিতে চাইছেন। করণের শো-তে এসে অর্জুন আরও বলেছেন, মালাইকার পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। মালাইকা চান এখন তার পরিবারকে সময় দিচ্ছে। সবকিছু মিলিয়ে এখন বিয়ে চাইছে না দুজনের কেউই। তবে কবে নাগাদ বাজবে বিয়ের সানাই নাকি আদৌ বাজবে না–এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি অর্জুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।