বলিউডের তারকা অভিনেতা সালমান খান। সম্প্রতি এক পার্টি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। গাড়ি থেকে নামতে দেখেই তাকে ঘিরে ধরেন উপস্থিত ফটো সাংবাদিকরা।

এই সময় তাদের দেখেই হাতে থাকা একটি বোতল নিজের জিন্সের পকেটে লুকানোর চেষ্টা করেন সালমান। আর পুরো বিষয়টিই ক্যামেরায় বন্দি হয়। পরবর্তী সময়ে সোস্যালমিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে হইচই শুরু হয়। অনেকের ধারণা, বোতলে মদ থাকার কারণেই তা লুকানোর চেষ্টা করছিলেন এই সুপারস্টার।

তবে ভক্তদের দাবি, গ্লাস পকেটে রাখার অভ্যাস সালমানের নতুন নয়। প্রায়ই এটি করে থাকেন তিনি। আর এতে তিনি পানি রাখেন। ‘বিগ বস’ রিয়েলিটি শো সঞ্চালনার সময়ও এমন দৃশ্য দেখা গেছে।