ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। বলিউড সুপারস্টার সালমান খানের ভক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে একটি স্মৃতিচারণ করেছেন ‘চার্লি’ সিমোখ্যাত এই অভিনেতা।
দুলকার সালমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় যাচ্ছিলাম। তখন কয়েকজন তারকাকে দেখি। কলেজ স্টুডেন্ট হিসেবে তখন বিষয়টি খুবই শিহরণ জাগানোর মতো ছিল। সালমানের গাড়ির পেছন পেছন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আমি তার ভক্ত। তার গাড়ির নম্বর ২৭২৭।
আমরা শুধু চেয়েছিলাম, গাড়ি থেকে নামার সময় তাকে এক নজর দেখব। কিন্তু তা সম্ভব হয়নি। তবে গাড়ির সামনে সিটে তাকে বসে থাকতে দেখেছি। এখনো সরাসরি তার সঙ্গে আমার দেখা হয়নি।’ ‘কারওয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হয় দুলকার সালমানের। এতে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন।
এই অভিনেতা বলেন, ‘তিনি (ইরফান) অভিনয়ের বিষয়টি অনেক পরিবর্তন করতেন, তবে সহ-শিল্পীদের প্রতি খুবই দয়ালু ছিলেন। অনেক সময় অভিনয়শিল্পীরা স্বার্থপর হন। তারা নিজেদের দৃশ্যগুলো ঠিকঠাক রাখতে চেষ্টা করেন। কিন্তু ইরফান স্যার খুব আমুদে। তিনি আমাদেরও শিখিয়ে দিতেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।