তুনিশা শর্মার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছেই। এর মধ্যেই উঠে এক নতুন আর এক প্রসঙ্গ। কেউ কেউ দাবি করেছেন, তুনিশা নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার তুনিশার মৃতদেহ পাওয়া যায়।
অনেকের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা। তুনিশার সহ-অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমাবার (২৬ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে। তারই মধ্যে জোরদার হয়েছে তুনিশার অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গটি। খবর হিন্দুস্থান টাইমস।
যদিও ময়নাতদন্তের পরে পুলিশ সূত্রে জানা গেছে, তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন না। পুলিশ সূত্রে বলা হয়েছে, এমন কোনো লক্ষণ তার শরীরে পাওয়া যায়নি। তার মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে। শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।
সে কথাও জানানো হয়েছে। যদিও এখনও তুনিশার মৃত্যুর কারণ নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘তুনিশার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে শিজানকে।
আইপিসি-র ৩০৬ ধাায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।’ পুলিশসূত্রে শনিবার জানা যায়, ‘আলিবাবা’র সেটের বাথরুমেই তুনিশাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
চা পানের বিরতির সময়ে তুনিশা সেখানে গিয়েছিলেন। কিন্তু বহু ক্ষণ না ফেরায় তার খোঁজ শুরু হয়। তার পরেই এভাবে পাওয়া যায় তার দেহ। যদিও মৃতদেহের পাশে কোনও নোট পাওয়া যায়নি। পুলিশ এক্ষেত্রে হত্যার সন্দেহও উড়িয়ে দিচ্ছে না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।