প্রকৃত নাম চাঁদনী মেহবুবা মাহনূর চাঁদনী হলেও মিডিয়া পাড়াতে শুধু চাঁদনী নামেই সুপরিচিত। তিনি একাধারে নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। টিভি নাটকে অভিনয় করলেও বাংলাদেশ বেতারের নাটকে অভিনয়ে বিরতি ছিল দীর্ঘ দিনের।

২০০২ সালে সর্বশেষ বেতার নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯ বছরের বিরতি কাটিয়ে বেতারের নাটকে ফিরলেন তিনি। নাটকটির নাম ‘ তাহার কথা’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটকটি তৈরী করা হয়েছে।

এ প্রসঙ্গে চাঁদনী বলেন, বেতারের নাটকে অভিনয় করতে আমার বেশ ভালোলাগে। তবে নানা কারনে এতোদিন বেতারের নাটকে অভিনয় করা হয়নি। নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।