বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সৎ বোনদের মধ্যে কার সাথে নিজের মিল সবচেয়ে বেশি খুঁজে পান? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হয়ে অর্জুন জানিয়েছেন, সৎ বোন জাহ্নবী এবং খুশিকে কয়েক বছর ধরে চিনতে শুরু করেছেন তিনি। তাই তাদের সঙ্গে নিজের কোনও মিল খুঁজে বের করা বেশ মুশকিল।
তবে বাবা বনি কাপুরের সঙ্গে বোনদের মিল খোঁজার চেষ্টা করেছেন এই নায়ক। বনি কাপুর ও তার প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের দুই সন্তান অর্জুন এবং অংশুলা। মোনার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি। অর্জুন এর আগেও জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই এই বিয়ে মেনে নিতে পারেননি তিনি। তবে শ্রীদেবীর মৃত্যুর পরে বোনদের পাশে এসে দাঁড়ান অর্জুন।
তাদের সঙ্গে সম্পর্ক একটু হলেও গভীর হয় তার। অর্জুনের বলেন, আমি অংশুলা, জাহ্নবী, খুশিকে জ্বালাই। মাঝে মধ্যে ওদের ট্রোল করি। তবে আমরা এক ছাদের নীচে থাকা একটি সুখী পরিবার এবং একে অপরকে সব কথা বলি, এমন ধারণা তৈরি করতে ভাল লাগে না। আমি সবাইকে নিজের ইচ্ছে মতো কাজ করতে দেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।