২০০৯ সালে মুক্তির পর হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।

এবার ঠিক ১৩ বছর পর মুক্তি পেলো অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। হলিউডভিত্তিক পোর্টাল ডেডলাইন বলছে, ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৬০ মিলিয়ন ডলার।

বক্স অফিস থেকে মুক্তির প্রথম দিনেই খরচের প্রায় সমগ্র অর্থ তুলে ফেলেছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিও। তিনদিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৪৩৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬২২ কোটি ১২ লাখ টাকারও বেশি।

প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটি সবচেয়ে বেশি আয় করেছে আন্তর্জাতিক বাজার থেকে, সেটি ৩০০ মিলিয়ন ডলার। ভারতের বাজারে এই আয় ১২৭ কোটি ৫০ লাখ রুপি।

তবে চীনে প্রত্যাশা অনুসারে ব্যবসা করতে পারেনি সিনেমাটি, সেখানে সংগ্রহ সাড়ে ৫৭ মিলিয়ন ডলার।