অক্লান্ত পরিশ্রম আর বক্স অফিস সাফল্য দিয়ে প্রায় এক যুগ ধরে যিনি ঢালিউড সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন তিনি শাকিব খান। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছেন শাকিব। এখন তিনি নিজের প্রতি যেমন মনোযোগী, ঠিক তেমন মনোযোগী ভালো কাজের ক্ষেত্রেও। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন।

দেশ সেরা এ নায়কের আজ জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চ তিনি নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন। তবে বিশেষ এই দিনটিতে দেশে নেই শাকিব খান। নাগরিকত্ব নেয়ার জন্য বেশ কয়েক মাস ধরেই আমেরিকাতে অবস্থান করছেন তিনি। এদিকে, ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শাকিব খানের ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

জানা গেছে, বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন একটি সিনেমার মহরত করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আরও জানা গেছে, তার নতুন সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিব খানের জন্মদিনের অনুষ্ঠান থেকেই ছবির পোস্টার উন্মোচনের মাধ্যমে ছবির নাম, ছবিটি কোন কোন দেশে মুক্তি পাবে, লুক কী থাকবে- এ টু জেড জানানো হবে।

 

 

কলমকথা/ বিথী