বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নিলেন নায়ক মামনুন ইমন। পেশাগত ও পারিবারিক কাজের কারণে এতদিন শপথ নিতে পারেননি। অবশেষে আজ শপথ নিলেন ইমন।

তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ২০২২-২৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে ইমনকে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ পড়িয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির অমিত হাসান, জেসমিন, নাদের খান, আজাদ খান। শপথ শেষে উপস্থিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শপথ নেওয়ার পর ইমন বলেন,

নির্বাচনের জন্য অনেক কাজ বন্ধ রাখতে হয়েছিল। নির্বাচন শেষে সেই কাজগুলো করেছি। যার কারণে শপথ নিতে পারিনি। কাজগুলো শেষ করে শপথগ্রহণ করলাম। যারা এখনও শপথ নেননি তাদেরও অনুরোধ করব শপথ নেওয়ার জন্য।

 

কলমকথা/ বিথী